মো.রাসেল হাওলাদার তালতলী বরগুনা প্রতিনিধি.
বরগুনার তালতলীতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য Entrust Foundation, Australia এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর উদ্যোগে স্বাবলম্বী দলের সদস্যদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য “বিনামূল্যে পানির ট্যাংক” বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে
বড়বগী, সোনাকাটা ও নিশান বাড়িয়া ইউনিয়নের নির্বাচিত মোট ২৬ জন স্বাবলম্বী দলের সদস্যদের মাঝে ১০০০লি: ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি করে পানির ট্যাংক বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহি অফিসার উম্মে সালমা বলেন, ফেইথ ইন এ্যাকশন এর এই সেবামূলক কাজ প্রশংসাজনক। আমরা জানি যে এই এলাকায় বিশুদ্ধ পানির খুবই সংকট। তাই দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ খুবই ভালো একটি উদ্যোগ। ফেইথ ইন এ্যাকশন তাদের এই সেবামূলক কাজ অব্যাহত রাখবে প্রত্যাশা রাখি। তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমরা সহযোগিতা করবো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলী এনজিও ফোরামের প্রতিনিধি, চাঁদনী গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।
প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।স্বাবলম্বী দলের সদস্যদের মাঝে এই ট্যাংক বিতরন করতে পেরে আমরা খুব খুশি। স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানির বিকল্প নেই। জনগনকে সহায়তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।।