বরগুনার তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যাবসায়ী সমিতির নব নির্বাচিত বাজার পরিচালনা কমিটির সকলকে শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধায় তালতলী জেডিগার্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শ্রমিক নেতা আমির হোসেনের সঞ্চালনায় ও আ.মান্নান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যাবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম মামুন, এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সি.সহ-সভাপতি মাওলানা আফজাল হুসাইন, সহ-সভাপতি আ.রহমান মহারাজ হাওলাদার,মো. মজনু ব্যাপারী,সাধারণ সম্পাদক মো.চুন্নুমিয়া সহ সমিতির অনন্য সদস্যরা।
সংবর্ধনা অনুষ্টানে বাজারের যেকোন উন্নয়ন মূলক কাজে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন ব্যাবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম মামুন।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আ.মান্নান বলেন, বাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে ব্যবসায়ী সমিতির সভাপতির পিতা মরহুম আনসারুল আলমের অবদান ছিল অতুলনীয়। নতুন বাজার পরিচালনা কমিটি বাজারের উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।