মোঃ মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,
বরগুনা জেলার তালতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ আসর উপজেলার শারীকখালি ইউনিয়নের, কচুপাত্রা বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
শারিখ খালি ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা তানভির হোসাইন সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির বরগুনা জেলার সহকারী সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান আল মামুন,
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা মহানগরী উত্তরের রুপনগর থানা জাময়াতে ইসলামীর আমীর মোঃ আবু হানিফ, জাময়াতে ইসলামী তালতলী উপজেলা শাখার জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মান্নান,সাবেক বরগুনা জেলা ছাত্র শিবিরের সাবেক আমির মোঃ নাসির উদ্দিন, এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আঃ জলিল-আমীর বরগুনা পৌরসভা, মোঃ রেজাউল করিম, মোঃ নুরুল্লাহ প্রমুখ।
ঢাকা মহানগর উত্তরের রুপনগর থানার আমীর, মোঃ আবু হানিফ তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। ছাত্র জনতার ত্যাগের বিনিময় আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তাদের রক্তের মূল্য এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে অর্জিত হবে ইনশাআল্লাহ ।এতদিন আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড সবসময় অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ চালিয়ে যাবো। কেউ বাধা দিতে এলে তাদের এ দেশের জনগণ প্রতিরোধ করা দিবে।’সমাবেশে উপজেলার ৩ শতাধিক ওলামায়ে কেরাম অংশ নেন। পরে সমবেশ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে শেষ হয়েছে।