তালতলী বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত ৬৯২টি অসহায় পরিবারের মাঝে অক্সফাম এর অর্থায়নে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে জাগোনারী।
শনিবার (৯ নভেম্বর ) সকাল ১০টায় তালতলী সরকারি ডিগ্রী কলেজ মাঠে ছোটবগী ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ৬৯২ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরনের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার সোনা কাটা, নিশানবাড়ীয়া, ছোটবগি ও পঞ্চাকোরালিয়া ইউনিয়নের ৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।
প্রজেক্ট অফিসার মো.সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, জাগোনারী'র পরিচালক, ডিউক ইবনে আমিন,প্রজেক্ট ম্যানেজার রাবেয়া মুন্নী ছোটবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাশে সরকারের পাশাপাশি জাগো নারী সাধ্যামত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাড়িঁয়েছে। এ সময় দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহয্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান ।
সহায়তার মধ্যে রয়েছে, চাল ২০ কেজি, সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, মুগ ডাল ২ কেজি, ছোলা ডাল ৩ কেজি, চিরা ১ কেজি, লবণ ৫শ গ্রাম, চিনি ৫শ গ্রাম, ঢাকনা সহ বালতি, স্যানেটারি ন্যাপকিন, হুইল পাউডার, গোসলের সাবান, খাবার স্যালাইন, সুতি প্রিন্টের শাড়ি ব্লাউজ,লুঙ্গি, শার্ট পিস ব্যাগ এক পিস।