বরগুনা প্রতিনিধি
প্রবাসী বাংলাদেশী ও বন্দর ক্লাবের সহায়তায় ২য় ধাপে মঙ্গলবার সকালে দের শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বন্দর ক্লাব মিলনায়তনে
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মি. অনিমেষ বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
বন্দর ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মন্টু, সাবেক চেয়ারম্যান জহিরুল হক পনু, সাবেক পৌর কাউন্সিল মোশারেফ হোসেন খান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মুরাদ খান, সাবেক কাউন্সিল আতাউর রহমান বাবুল, আবুল কালাম আজাদ হাওলাদার, মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর ক্লাবের আহবায়ক শামসুল আলম শানু।