তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে ঝড়-তুফান ও বৈরী আবহাওয়া সমুদ্র উপকূলে নির্বিঘ্নে মাছ ধরা ট্রলার চলাচল করতে সিগন্যাল বাতি (লাইট হাউজ) ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম তেতুলবাড়িয়া তিন নদীর মোহনায় এ সিগন্যাল বাতি (লাইট হাউজ) ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
দি শেয়ার ট্রাস্ট এর আর্থিক সহায়তায় ও স্টার্ট ফান্ড বাংলাদেশ টেকনিক্যাল সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করে জাগোনারী ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও) নির্বাহী পরিচালক মি.মংচিন থান,ওয়াটারকিপার বাংলাদেশ তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফুর রহমান, তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি শাহাজান শেখসহ জেলে ও বিভিন্ন পেশাজীবি মানুষ।
এ সময় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-তুফান ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিপুল সংখ্যক মানুষের আমিষের জোগান দেয়। কিন্তু তাদের জীবন কীভাবে কাটে, সেটি নিয়ে আমাদের নীতি নির্ধারকরা খুব গুরুত্বের সঙ্গে ভাবেন না। সাইক্লোন, বন্যা, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চল নিরাপদ করতে জাগো নারী বিভিন্ন মাধ্যমে কাজ করছে । তবে সমুদ্রে থাকা মৎস্যশ্রমিকদের কাছে ঝড় বা সাইক্লোনের বিপৎসংকেত পৌঁছানোর আধুনিক যোগাযোগ ব্যবস্থার ঘাটতি ছিল । মাছ ধরার সময় , সুপেয় পানি ও বিশ্রামের জায়গা ছিলনা।
আমরা সেটা করে দিয়েছি আমরা এই এলাকার গভীর নলকূপ দিয়েছি। জেলেদের বিশ্রামের জায়গা করে দিয়েছি এবং সিগন্যাল বাতি দিয়েছি ভবিষ্যতে জেলেদের বিপদে-আপদে আমরা পাশে থাকব।