তালতলী বরগুনা প্রতিনিধি.
বরগুনার তালতলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশেন ডেভিল হান্ট’-এ মো.ইউনুস আশরাফুল (৩০)নামে এক আওয়ামী সমর্থককে গ্রেপ্তার হয়েছে।
তালতলী পুলিশ সূত্রে জানা গেছে, স্বৈরশাসক শেখ হাসিনার দেশত্যাগের পর উপজেলার উত্তর ঝাড়াখালী, আওয়ামীলীগ সমর্থক।আব্দুর রব এর পুত্র মো.ইউনুস আশরাফুল (৩০) দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করাহয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহ জালাল জানান,আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্য দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে তালতলী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী সমর্থক মো.ইউনুস আশরাফুল (৩০)কে গ্রেফতার করা হয়েছে। তার নামে তালতলী থানায় মামলা রয়েছে।