রাঙ্গাবালীতে দেড় লক্ষ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
মোঃ মনিরুল ইসলাম রাঙ্গাবালী,পটুয়াখালী, প্রতিনিধি
মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ এর ৩য় ধাপের ৬ষ্ঠ দিনে পটুয়াখালীর রাঙ্গাবালীর নদী ও সাগর মোহনা থেকে দুই লাখ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদী, বুড়াগৌরাঙ্গ নদী, সোনারচর, চর আন্ডা, চর হেয়র,তাপসী ও বঙ্গোপসাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোন রাঙ্গাবালী ও রাঙ্গাবালী থানার সহযোগিতায় রাঙ্গাবালী মৎস্য অফিস এ অভিযান চালায়।
রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, অভিযানকালে দুই লক্ষ মিটার অবৈধ মশারী জাল , চরঘেরা জাল, কারেন্ট জাল জব্দ করা হয়। আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের সে সব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু , এ এস আই মামুন, অফিস সহকারী মোঃ নেছার উদ্দিন এবং অত্র দপ্তরের অন্যান সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও লিংক
https://www.facebook.com/share/v/1EGQfqhP3p/