তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার কবিরাজ পাড়ায় রাজনৈতিক বিরোধের জেরে আব্দুল জলিল (৫০) নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আব্দুল জলিল উপজেলার কবিরাজ পাড়া এলাকার বাসিন্দা ও ইউসুফ খানের পুত্র। বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নজরুল নামের এক ব্যক্তির বাড়িতে যাওয়ার পথে রিয়াজ ফার্মেসির পূর্ব পাশে এ হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আওয়ামী সমর্থক মো. রিয়াজ (৩২), পিতা আব্দুস সোবাহান এবং কবির (৩৫), পিতা আব্দুল কুদ্দুস—এই দুই ব্যক্তির সঙ্গে রাজনৈতিক বিষয়ে জলিলের তর্ক-বিতর্ক হয়। তারা আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। ঘটনার কয়েক ঘণ্টা পরেই জলিলের ওপর এই হামলা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, “আমি সন্ধ্যায় নজরুলের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে কয়েকজন এসে আমাকে ঝাঁপিয়ে পড়ে মারধর করে। এরপর আমার সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”