কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমেল ক্ষতিগ্রস্ত ১৫০ অসহায় পরিবারকে বেসরকারি সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ এর জরুরি সাড়াদান ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় জীবিকা সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার লালুয়া ও ধুলাসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে জীবিকা সহায়তা জন্য ৮ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, ধুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান, জরুরি সাড়াদান ও পুনর্বাসন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর স্ট্যানলি চয়ন সরকার, লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্যাদা, করিতাস কলাপাড়া উপজেলার জামাল হোসেন, আইডিপিইসি প্রোজেক্ট অফিসার মি. মং মিয়া, সমাজসেবক ফরহাদ হোসেন বাদল খলিফা প্রমূখ।