মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারের কৃতি সন্তান,শিক্ষাঙ্গনের রূপরেখার করিগর মোজাহারুল হক মাস্টারের ৭ম মৃত বার্ষিকী আজ।
মরহুম মোজাহারুল হক মাষ্টার সাপাহার উপজেলার তিলনা তেতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর জীবদ্দশায় সাপাহারের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সাপাহার সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করেন। নতুনত্বের রূপরেখা দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেন। এরই মধ্যে সাপাহার উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “আলহেলাল ইসলামি একাডেমি” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। যেখানে তার অনবদ্য ভূমিকা ও অক্লান্ত পরিশ্রমের ফসল। প্রতিষ্ঠানটি বর্তমানে “আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজ”। এই প্রতিষ্ঠানটি বর্তমানে সাপাহার উপজেলায় সুনামের সাথে শিক্ষা কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছে।
শিক্ষানুরাগী মোজাহারুল হক মাস্টার গত ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাত ৩:২৫ মিনিটে শারিরীক অসুস্থতা জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন) তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।